Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে সফিপুর ইউনিয়ন

সুফি শব্দ থেকে সফিপুরের নামকরন করা হয়েছে। জয়ন্তী নদীর তীরে কালের সাক্ষী বহন করে ১৯৬৮ সাল থেকে যাত্রা শুরু হয় ৩নং সফিপুর ইউনিয়নের।  যা এখন জয়ন্তী নদীর গ্রাসের ফলে বিলীনের পথে। ডিজিটাল বাংলাদেশ অগ্রগতি নিয়ে সফিপুরের অনেক উন্নয়ন।

ক) নাম – ৩ নম্বর সফিপুর  ইউনিয়ন পরিষদ।

খ) লোকসংখ্যা – ৪৭,৬২২ জন (প্রায়) (২০১৪ সালের রির্পোট অনুযায়ী)

গ) গ্রামের সংখ্যা – ২১ টি।

ঘ) মৌজার সংখ্যা – ২৩ টি।

ঙ) হাট/বাজার সংখ্যা -১০ টি।

চ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – মটর সাইকেল, ট্রলার, লন্চ।

ছ)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ২২টি,

    বে-সরকারী  বিদ্যালয়- ০২টি,   

     এতিমখানা -১৩ টি

    উচ্চ বিদ্যালয়ঃ ০১ টি,

    মাদ্রাসা- ৩টি।

জ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ০২ টি।

ঝ) ঐতিহাসিক/পর্যটন স্থান – ০৫ টি।

ঞ) ইউপি ভবন স্থাপন কাল – ২০১৪ ইং

ট) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০৪/০৫/২০১৬ইং

                                    ২) প্রথম সভার তারিখ –০১/০৬/২০১৬ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১১/০৫/২০২১ ইং

ঠ) গ্রাম সমূহের নাম –

          উত্তর বালিয়াতলী            পাতারচর              পূর্বচরপদ্মা

          দক্ষিণ বালিয়াতলী           উত্তর চরপদ্মা           খৈলা 

           ব্রজমোহন                     মাছুয়াখালী              কাঠালতলী

           বড়  লক্ষীপুর                  চরপদ্মা                  সফিপুর

           ছোট লক্ষীপুর                  চরডিক্রি                বোয়ালিয়া

         প:চর ভেদুরিয়া                চিথলিয়া                  চরমালিয়া

        ৩৬ চর ভেদুরিয়া              বাসুদেবচাপ             চর ভেদুরিয়া